
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের নির্বাচনী মাঠে ফের সক্রিয় হলেন স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হালিম মিঞা। বাংলাদেশ নির্বাচন কমিশনের আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানি শেষে পূর্বে বাতিল হওয়া মনোনয়ন পুনর্বহালের এ সিদ্ধান্ত আসে। ফলে কালিহাতীর নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হলো।এর আগে গত ২ জানুয়ারি যাচাই-বাছাই শেষে টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসার এই আসনের তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হালিম মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম তালুকদার।মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেন মো. আব্দুল হালিম মিয়া। নির্বাচন কমিশনে তার আবেদনের শুনানি শেষে কমিশন সন্তুষ্ট হয়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।এদিকে মনোনয়ন চূড়ান্ত হওয়ায় টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে। তারা হলেন,স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী,
বিএনপি প্রার্থী মোহাম্মদ লুৎফর রহমান,জামায়াতে ইসলামীর খন্দকার আব্দুর রাজ্জাক,জাতীয় পার্টির মো. লিয়াকত আলীএবং স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হালিম মিয়া।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মনোনয়ন বৈধতার এই সিদ্ধান্ত কালিহাতী আসনের নির্বাচনী লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ করে তুলবে।