নাটোরের বাগাতিপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জামায়াতে ইসলামী ও দশ-দলীয় জোট মনোনীত নাটোর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ অংশ নেন।শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার মালঞ্চি বাজারে অবস্থিত জামায়াত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা একেএম আফজাল হোসেন।মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী ও দশ-দলীয় জোটের মাওলানা আবুল কালাম আজাদ বলেন, সাংবাদিক সমাজ জাতির বিবেক। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অবাধ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সত্য তুলে ধরেন বলেই জনগণ সঠিক তথ্য জানতে পারে এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে জবাবদিহি নিশ্চিত হয়।তিনি আরও বলেন, দশ-দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আমি বিশ্বাস করি—সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনই গণতন্ত্রের মূল ভিত্তি। নির্বাচনকে কেন্দ্র করে যেন কোথাও বিভ্রান্তি, সহিংসতা কিংবা অপতথ্যের বিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব আরও বেশি বলে তিনি মন্তব্য করেন।এ সময় এনসিপির উপজেলা শাখার আহবায়ক প্রভাষক আরিফুল ইসলাম তপু, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাকির হোসেন এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, হাসান আলী সোহেলসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।










