
বাগেরহাট-২ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাত চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন।শনিবার (১৭ জানুয়ারি) বিকালে চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়লের সভাপতিত্বে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল ভূমিকা তুলে ধরেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা প্রয়োজন। সংবাদকর্মীদের নিরপেক্ষভাবে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে।তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নির্বাচিত হলে বাগেরহাটের শিক্ষা ও স্বাস্থ্য খাত'সহ অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করব।এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মল্লিক, বাগেরহাট জেলা জামায়াতের সহ-সভাপতি লিয়াকত আলী, জেলা জামায়াত ইসলামীর যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, বাংলাদেশ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটার অধ্যাপক শহিদুল ইসলাম, জেলা কমিটির শূরা সদস্য শাহিদুল আলম, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম ইসলাম, খানপুর ইউনিয়ন জামায়াতে আমির মাওঃ বাকি বিল্লাহ, রাখালগাছি ইউনিয়ন জামায়াতে আমির মো: আরিফ শেখ প্রমুখ।