
কুড়িগ্রাম উলিপুর উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মাঝবিল এলাকায় গঙ্গারাম নালা থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। জানজায়গীর ও রুপার খামার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলা এ কর্মকাণ্ডে রাস্তার অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে এবং আশপাশের আবাদি জমি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বড় ধরনের ড্রেজার মেশিন ও ট্রাক্টর এবং জাম ট্রাক ব্যবহার করে সন্ধ্যা থেকে ভোর ৪,টা পর্যন্ত—একটার পর একটা গাড়িতে দ্বিগুণ মাটি কেটে দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। এতে খালের তীর ভাঙন, কৃষিজমির ক্ষতি এবং যোগাযোগ ব্যবস্থার মারাত্মক অবনতি ঘটতেছে। জানজায়গীর স্কুলের পার্শ্ববর্তী ধূধূ পাতার এলাকা, যা ধরনীবাড়ি, মাঝবিল ও রুপার খামারের সীমান্তবর্তী। মীনা বাজার থেকে রুপার খামারের শেষ মাথা পর্যন্ত সড়কে ভারী যান চলাচলের কারণে ধুলো, কাদা ও ভাঙাচোরা রাস্তা জনদুর্ভোগ বাড়িয়েছে। এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগ করেন, রাতের আঁধারে অবাধে মাটি-বালু লুটপাট চললেও কার্যকর নজরদারির অভাব রয়েছে। তাই তারা অবিলম্বে অবৈধ উত্তোলন বন্ধ করে, অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত রাস্তা ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। এবং এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।