আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রনায়ক শহীদ শরীফ ওসমান হাদি’র পবিত্র স্মরণে আলমডাঙ্গায় মসজিদের মুয়াজ্জিনদের মাঝে কম্বল ও চাদর উপহার প্রদান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আলমডাঙ্গা উপজেলার নেতৃবৃন্দ। শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টা থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। আলমডাঙ্গা শহর থেকে শুরু করে উপজেলার প্রতিটি মসজিদে পর্যায়ক্রমে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আলমডাঙ্গা উপজেলার সাবেক সদস্য সচিব আরাফাত রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান মিরাজ, জেলা কমিটির সদস্য শাকিব আহমেদ, ইয়ামিন আলী, তানজিম হাসান মুন্না, জিসান আহমেদ, মাহমুদুল হাসান, সোহেল রানা, মিরাজুল ইসলাম সহ সংগঠনের আরও অনেক নেতাকর্মী। এসময় সাবেক সদস্য সচিব আরাফাত রহমান বলেন, শহীদ শরীফ ওসমান হাদি ভাই ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর ছিলেন। ইনসাফ প্রতিষ্ঠার অগ্রনায়ক, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহর কাছে দোয়া চাই,তিনি যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।
তিনি আরও বলেন, “আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি,দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে ।” শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো এবং শহীদ হাদির আদর্শকে স্মরণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।










