চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতির শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠিত
Spread the love

খন্দকার শাহ আলম মন্টুঃ চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি,চুয়াডাঙ্গা ইউনিটের ২০২৬-২০২৭ মেয়াদে নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত।
‘প্রত্যেকের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য বিশ্বস্ততার সাথে পালনের অঙ্গীকার ’
স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা জেলায় কর্মরত সাংবাদিকদের প্রাণের প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি,চুয়াডাঙ্গা ইউনিটের ২০২৬-২০২৭ মেয়াদে নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ সর্বদা প্রতিষ্ঠানের মর্যাদা ও স্বার্থ সংরক্ষণ , কোন প্রকারের ভয়-ভীতি ,অনুরাগ অথবা বিরাগের বশবতী হয়ে কারো প্রতি বিরূপ,রূঢ় ও হিংস্বাত্মক আচরণ করা থেকে বিরত এবং প্রত্যেকের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য বিশ্বস্ততার সাথে পালনের অঙ্গীকার করেন।
পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন তেলওয়াত করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের নবনির্বাচিত কার্যকরী সদস্য ফএ আলমগীর । এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর জুলাই গণঅভ্যূত্থানের সকল শহীদ , বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির প্রয়াত সকল সদস্য ও দাতা সদস্যদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়। এরপর জ্যেষ্ঠ সাংবাদিক আজাদ মালিতা, সরদার আল আমিন , এমএম আলাউদ্দিন , কামাল উদ্দিন জোয়ার্দ্দার ও মাহফুজ উদ্দিন খান নির্বাচন কমিশন ও সাংবাদিক নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। আমরা সকলের সহযোগিতা চাই। এই প্রতিষ্ঠানটির মান-মর্যাদা-সম্মান ভ্রাতৃত্ববোধ সবকিছু রক্ষা করে আমরা সামনের দিকে পথ চলতে পারি সেজন্য আপনারা দোয়া করবেন। ‘
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিতরা হলেন , সভাপতি -দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সহ-সভাপতি রফিক রহমান (এটিএন বাংলা ও এটিএন নিউজ) ,সাধারণ সম্পাদক প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম সনি , সহ সাধারণ সম্পাদক জহির রায়হান সোহাগ (স্টার নিউজ ও দৈনিক বাংলা ) ,অর্থ সম্পাদক জামান আখতার( বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪) ,প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ মামুন ( সময় টিভি) , ক্রীড়া সম্পাদক খাইরুজ্জামান সেতু( দেশ টিভি) , দপ্তর সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার ( আমার দেশ) এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন ,সরদার আল আমিন( সম্পাদক ও প্রকাশক দৈনিক মাথাভাঙ্গা, প্রতিনিধি বাংলাভিশন ) , রাজীব হাসান কচি ( প্রধান সম্পাদক আজকের খাসখবর , প্রতিনিধি দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল আই) , আশরাফুল হক বিপুল আশরাফ( সম্পাদক –প্রকাশক আজকের চুয়াডাঙ্গা, প্রতিনিধি এস এ টিভি) ,ফাইজার চৌধুরী (মাছরাঙা টিভি ও রেডিও টুডে ) ও রিফাত রহমান ( বণিক বার্তা ও জিটিভি )
অপরদিকে, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের নবনির্বাচিতরা হলেন, সভাপতি- এনটিভির প্রতিনিধি রফিকুল ইসলাম ,সহ-সভাপতি মো. পলাশ উদ্দিন (বিজয় টিভি) ,সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্ত, জাগো নিউজ ও বাংলাদেশ বেতারে প্রতিনিধি হুসাইন মালিক , সহ-সাধারণ সম্পাদক শামীম রেজা( দৈনিক সকালের সময় ) ,অর্থ- সম্পাদক আলমগীর কবির শিপলু (দৈনিক জবাবদিহি) ,প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান(মানবজমিন) , ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা রানা ( দৈনিক জনবাণী ) ,দপ্তর সম্পাদক সনজিত কর্মকার ( নয়া শতাব্দী ও কলকাতা টিভি ) এবং কার্যনির্বাহী সদস্য মিজানুল হক মিজান (দি নিউনেশন ও সোনালী বার্তা ) ,মো. খাইরুল ইসলাম ( দৈনিক বর্তমান বাংলা) মো. আজাদ হোসেন ( এশিয়ান টিভি ও প্রতিদিনের সংবাদ ) এফ এ আলমগীর (দৈনিক সংগ্রাম ও বাংলাদেশ বার্তা ) ও মো. আশরাফুল আলম( দৈনিক দেশের বাণী ) ।
প্রসঙ্গত : গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৭ এর তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী ২৭ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু, দুটি প্রতিষ্ঠানে একটি করে প্যানেল মনোনয়ন জমা দেওয়ায় নির্বাচন কমিশন ২৩ ডিসেম্বর দুটি প্রতিষ্ঠানে প্রতিদ্বন্দ্বী ২৬জনকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31