সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ও বেহেলী ইউনিয়নে গণভোট বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে গণভোট ও আসন্ন সংসদ নির্বাচনে ভোটারদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা যুব ফোরামের আহ্বায়ক ছাদিকুর রহমান স্বাধীন খাঁন। তিনি বলেন, “আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গণতান্ত্রিক, সুশাসনভিত্তিক ও দায়িত্বশীল রাষ্ট্র গঠনে প্রত্যেক নাগরিককে সচেতনভাবে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে হবে।” তিনি আরও বলেন, “গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত মতামতের বাস্তব প্রতিফলন ঘটবে, যা রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল আহাদ, মো. আলী আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ। বক্তারা গণভোট ও আসন্ন সংসদ নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর, সুশাসনভিত্তিক ও দায়িত্বশীল রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।










