অনুষ্ঠিতচুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ৪ নম্বর বারাদি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর বারাদীতে নবনির্মিত একটি জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) আলহাজ মীর খোস্তার আলী বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত জামে মসজিদে এ উদ্বোধনী অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়।মসজিদের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ শরিফুজ্জামান শরীফ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবারক হোসেন।অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে মোঃ শরিফুজ্জামান শরীফ বলেন,“মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকেই নৈতিকতা, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা ছড়িয়ে পড়ে। একটি আদর্শ সমাজ গঠনে মসজিদের ভূমিকা অপরিসীম।”তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রশংসনীয় এবং এ ধরনের উদ্যোগ সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বিশেষ অতিথির বক্তব্যে বারাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবারক হোসেন বলেন,“এই জামে মসজিদ এলাকার মুসল্লিদের জন্য ইবাদতের একটি সুন্দর ও শান্ত পরিবেশ তৈরি করবে। পাশাপাশি এটি সামাজিক ঐক্য ও ধর্মীয় শিক্ষার কেন্দ্র হিসেবে কাজ করবে।”উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় আলেম-ওলামা, মসজিদ কমিটির সদস্য এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা










