চুয়াডাঙ্গা জেলা পুলিশের সার্বিক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে আলমডাঙ্গা থানা পুলিশ একটি সফল অভিযান পরিচালনা করেছে।আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ বাবলু খাঁন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে আজ বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে আলমডাঙ্গা উপজেলার ৩ নম্বর কুমারী ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান চালানো হয়।অভিযানকালে শ্যামপুর গ্রামের মোঃ কুল মিয়ার বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে শ্যামপুর গ্রামের বাসিন্দা, পিতা মোঃ রইচ উদ্দিন, আসামী মোঃ সাকিব আল হাসান (২০)-কে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২৮ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।










