
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিমের বড় ছেলে মেহেদী হাসান প্রিন্স চুলকাটি বাজারে ব্যবসায়ী ও জনসাধারণের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন এবং তার বাবার জন্য দোয়া প্রার্থনা করেন। ব্যবসায়ী ও জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সন্ধ্যায় চুলকাটি প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তাঁর বড় ছেলে সিলভার লাইন গ্রুপের পরিচালক মেহেদী হাসান প্রিন্স। সংবাদকর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, বাগেরহাটের মানুষের ভালোবাসা ও দোয়াই তাঁর বাবার রাজনীতির সবচেয়ে বড় শক্তি। তার বাবা ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বাগেরহাটের মানুষের জন্য যে উন্নয়নমূলক কাজ করেছেন তা আপনারা সকলে জানেন। আপনাদেরকে নতুন করে কোনো কিছু মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আপনারা আমার দোয়া করবেন। এ সময় তার সাথে ছিলেন বাগেরহাট জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, শ্রমিক নেতা নাজমুল হুদা, বিএনপি নেতা রনি মিনা, বিএনপি নেতা আলহাজ্ব আশরাফ ঢালী প্রমুখ।মতবিনিময় শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।