
পরিদর্শকের দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে আইনুল হক (৫০) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি ) ভোর ৪টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইনুল হক লালমনিরহাট জেলার - দমকলপাড়া (সাপটানা শশান কলোনি) উপজেলার হরিরামপুর ইউনিয়নের কলোরগাছা মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তিনি পুলিশ লাইন্সে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ১৩ জানুয়ারি ভোরে পুলিশ লাইন্সে সেখানে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে নেওয়া পথিমধ্যে মৃত্যু হয় বলে জানা যায়। আইনুল হক ৩৭ বছর ৬ মাস ১৩ দিন সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশে পদে যোগদান করেন এবং সৎ ও দায়িত্বশীল পুলিশ সদস্য হিসেবে এলাকায় তার পরিচিতি ছিল। তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।