
গাজীপুর সিটি কর্পোরেশনের সালনার কাথোরা এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সাড়ে ১২ টার দিকে গুদামে আগুনের সূত্রপাত হয়৷ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে , দুপুরে আউয়াল মিয়ার মালিকানাধীন বাসা বাড়িতে অবস্থিত একটি ঝুট গুদামে আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয়রা । মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের কয়েকটি টিন শেডের বাসায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ৷ আগুনের তীব্রতা বাড়লে পরে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশন থেকে আরো দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা এক ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া বলেন , ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে৷ পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ঝুট গুদামের মালামাল ও কয়েকটি টিনশেডের বাসা বাড়ি পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।