টিম জার্নালিস্ট ও সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ পুলিশের সাবেক এডিশনাল ডিআইজি মরহুম জালাল উদ্দিন চৌধুরী মাছুমের পরিবারের পক্ষ থেকে কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাদ জোহর কুলাউড়া উপজেলার আহমেদাবাদ জামেয়া মোহাম্মদিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, মনসুর আশরাফিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এবং আব্দুল ময়ীন চৌধুরী দাওয়াতুল কুরআন মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক রফিকুল ইসলাম মামুনের সঞ্চালনায় এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া শাখার সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক ও সংবাদ বিশ্লেষক এম. মুক্তাদির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন বলেন, এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো একটি মহৎ মানবিক উদ্যোগ। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এ ধরনের কাজে এগিয়ে এলে সামাজিক দায়বদ্ধতা আরও শক্তিশালী হবে।” সভাপতির বক্তব্যে এম. মুক্তাদির হোসেন বলেন, টিম জার্নালিস্ট কেবল সংবাদ প্রকাশেই নয়, বরং মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সমাজের পাশে দাঁড়াচ্ছে। এই উদ্যোগ তারই বাস্তব উদাহরণ।” স্মৃতিচারণ ও দোয়া এ সময় অতিথিরা মরহুম এডিশনাল ডিআইজি জালাল উদ্দিন চৌধুরী মাছুমের স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, নিজ জন্মভূমি কুলাউড়ার প্রতি তাঁর গভীর ভালোবাসা ও টান ছিল। এলাকার মানুষের কল্যাণে তিনি আজীবন আন্তরিক ছিলেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমেনা মিষ্টি ঘরের স্বত্বাধিকারী জাহের আলম চৌধুরী, প্রথম শ্রেণির ঠিকাদার রুহিন আহমদ, টিম জার্নালিস্টের সদস্য সামসুদ্দিন বাবু, আজিজুল ইসলাম, আব্দুল জব্বার বাহার, নাইমুল ইসলাম, মো. তারেক আহমদ, মাহফুজুর রহমান মাহি, শাহরিয়ার চৌধুরী, মো. তাহমিদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মরহুম জালাল উদ্দিন চৌধুরী মাছুমের পরিবারের পক্ষ থেকে কম্বল বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন তাঁর স্ত্রী বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের যুগ্ম সচিব নাজনিন পারভীন এবং তাঁর বড় ভাই সামসুল আরেফিন চৌধুরী। অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতেও অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।










