
চুয়াডাঙ্গা-১ আসনের ডিজিটাল ক্যাম্পেইন প্রধান, আলমডাঙ্গা পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং আল আমিন সোসাইটি মডেল মাদ্রাসার পরিচালক হাফেজ মুফতি গোলাম মুকতাদির গুরুতর অসুস্থ হয়ে চুয়াডাঙ্গার একটি বেসরকারি হাসপাতাল দেশ ক্লিনিকে ভর্তি হন। তাঁর অসুস্থতার সংবাদ পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি অসুস্থ হাফেজ মুফতি গোলাম মুকতাদিরের শয্যাপাশে কিছু সময় কাটান, তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন। এ সময় অ্যাড. মাসুদ পারভেজ রাসেল রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সাহস ও ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি বলেন,
“হাফেজ মুফতি গোলাম মুকতাদির একজন নিষ্ঠাবান দ্বীনি খাদেম ও সংগঠক। আল্লাহ তায়ালা যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন—এই দোয়াই করি।” হাসপাতালে তাঁর এই মানবিক উপস্থিতি রোগীর পরিবার ও উপস্থিত মুসল্লি-শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর প্রশান্তি ও আশার সঞ্চার করে। স্থানীয় নেতাকর্মীরাও অ্যাড. রাসেলের এই সহমর্মিতামূলক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। উল্লেখ্য, হাফেজ মুফতি গোলাম মুকতাদির দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা, সমাজসেবা এবং সাংগঠনিক দায়িত্ব পালনের মাধ্যমে এলাকায় প্রশংসিত ভূমিকা রেখে আসছেন।