চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় থানা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মোট ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
প্রথম অভিযান
গত ১২ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ আলমগীর কবীর সংগীয় অফিসার ও ফোর্সসহ মাদকদ্রব্য বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন স্টেশনপাড়াস্থ মোঃ রশিদ উকিলের বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে
চক হারদী গ্রাম, থানা মিরপুর, জেলা কুষ্টিয়া—পিতা মোঃ লুৎফর রহমান, আসামী মোঃ আফজাল হোসেন (২৮) কে ২০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই জব্দ করা হয়।
দ্বিতীয় অভিযান
একই দিনে বিকাল আনুমানিক ৫টা ৪০ মিনিটে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল হক হাওলাদার সংগীয় অফিসার ও ফোর্সসহ আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন স্টেশনপাড়াস্থ বাবু মোল্লা মার্কেটের পেছনে মোঃ ফারুকের পুকুর পাড়ে অভিযান চালিয়ে—
স্টেশনপাড়া গ্রাম—পিতা মৃত মহর আলী বিশ্বাস, আসামী মোঃ সাজ্জাদুল আলম ছপু (৪২)
এবং
ক্যানেলপাড়া (টকিজ সিনেমা হল রোড) গ্রাম—পিতা শ্রী অশোক ঘোষ, আসামী শ্রী অন্তর ঘোষ (৩২)
এই দুই জনকে ৭০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২ হাজার ১৮০ টাকাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদক ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামী মোঃ সাজ্জাদুল আলম ছপুর বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট ১১টি মামলা রয়েছে। অপরদিকে শ্রী অন্তর ঘোষের বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট ৭টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় পৃথক পৃথক মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










