চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বাদ আসর আলমডাঙ্গা উপজেলার ৪ নম্বর বারাদি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পৃথক পৃথক স্থানে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বারাদি ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের ১ নম্বর ওয়ার্ড, ২ নম্বর ওয়ার্ড এবং গোয়ালবাড়ি এলাকায় একযোগে তিনটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এছাড়াও একই দিন বিকাল ৩টায় ৪ নম্বর বারাদি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নতিডাঙ্গায় আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান তাবারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান মাসুদ পারভেজ। এ সময় আরও উপস্থিত ছিলেন পোলতাডাঙ্গা গ্রামের কৃতি সন্তান উজ্জ্বল মিয়া সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।দোয়া মাহফিলে বিএনপির স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার অবদান জাতি কখনো ভুলবে না। তার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিএনপির পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।দোয়া মাহফিলগুলো শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।










