
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা শহরে বিএনপি নেতা আটককে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। গতকাল সোমবার রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে অবস্থিত নিজ ফার্মেসি থেকে যৌথ বাহিনী জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে আটক করে।
এরপর মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে খবর ছড়িয়ে পড়ে যে, বিএনপি নেতা ডাবলু সেনা হেফাজতে মারা গেছেন। এ খবরে রাতেই বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভিড় করেন এবং বিক্ষোভ প্রদর্শন শুরু করেন।
বিক্ষোভকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। রাতভর উত্তেজনার পর আজ মঙ্গলবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই আবারও বিক্ষোভ শুরু হয়। এতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে সেনা কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আটককৃত বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর দখল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর বিষয়ে এখনো পর্যন্ত বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।