আলমডাঙ্গায় হতদরিদ্রদের জন্য বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে ইনসেপশন মিটিং অনুষ্ঠিত।
Spread the love

আলমডাঙ্গা উপজেলার চিৎলা, খাদিমপুর ও গাংনি ইউনিয়নে হতদরিদ্র মানুষের জন্য বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে ইনসেপশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টার দিকে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সহযোগিতায় গাংনি ইউনিয়নের বড় গাংনি মাদ্রাসা প্রাঙ্গণে এ ইনসেপশন মিটিং অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বিল্লাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। তিনি বলেন, “একটি বাড়ি হতদরিদ্র মানুষের একটি স্বপ্ন। সরকারের পাশাপাশি হতদরিদ্র মানুষের জন্য উন্নত, নিরাপদ ও পরিকল্পিত আবাসন ব্যবস্থা নিশ্চিত করা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত।” তিনি আরও বলেন, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার এই প্রকল্প মানুষের জীবনমান উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই অবকাঠামো তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে ও সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে প্রকল্পটি বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ইউএনও পান্না আক্তার বলেন, সরকারের পাশাপাশি প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার এই উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা, পেশাদারিত্ব ও সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। সম্মিলিত শ্রম ও নিষ্ঠার মাধ্যমে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হবে এবং ভবিষ্যতের জন্য এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় দাতা সংস্থা ও বাস্তবায়নকারী সংস্থার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, বড় গাংনি মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মজিবুর রহমান এবং বড় গাংনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন বড় গাংনি মাদ্রাসার সহকারী সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার প্রজেক্ট অফিসার আরিফুর রহমান। সহযোগিতায় ছিলেন সংস্থার আসাদুজ্জামান, মহিবুল হাবীব, হামিদুল ইসলাম, আব্দুর রহমান ও খোকন মিয়া। জানা গেছে, প্রকল্পের আওতায় চিৎলা ইউনিয়নে ১৭টি, গাংনি ইউনিয়নে ২২টি এবং খাদিমপুর ইউনিয়নে ১১টিসহ মোট ৫০টি বাড়ি নির্মাণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31