
কক্সবাজার টেকনাফের মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠির ছোড়া গুলিতে মাহিয়া সুলতানা আফরান (৮) নামে বাংলাদেশি এক শিশু গুরুতর আহত হয়েছে। নিহত শিশু হোয়াইক্যং তেচ্ছিব্রীজ এলাকার জসিম উদ্দিনের কন্যা। এঘটনার প্রতিবাদে স্থানীয় উত্তেজিত জনতা সকাল সাড়ে ৯টা থেকে প্রায় ৩ ঘন্টা ধরে টেকনাফ -কক্সবাজার হাইওয়ে সড়ক অবরোধ করে রাখে। রবিবার (১১ জানুয়ারি) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে সেনাবাহিনীসহ প্রশাসনের বিভিন্ন সংস্থার লোকজন উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং প্রায় ৩ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক করেন। এদিকে বাংলাদেশ সীমান্ত থেকে ৫২ জনকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আটকদের ৫০ জন রোহিঙ্গা অস্ত্রধারী গ্রুপের সদস্য বলে জানা গেছে। তবে তাদের মধ্যে সশস্ত্র গোষ্ঠির কয়েকটি সংগঠনের লোকজন রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পরবর্তীতে জানানো হবে জানিয়েছেন বিজিবির রামু সেক্টর কমান্ডার মহিউদ্দিন আহমদ।