চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রাম থেকে নিখোঁজ হয়েছেন বুদ্ধি প্রতিবন্ধী যুবক মোঃ মিডুল ইসলাম (৩২)। গত ৭ জানুয়ারি সকালে বাড়ি থেকে আলমসাধু গাড়িতে করে মুন্সিগঞ্জ পান হাটে যাওয়ার পর থেকে এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের পর থেকে আত্মীয়স্বজনের বাড়ি, আশপাশের গ্রাম ও সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও মিডুলকে পাওয়া যায়নি। দিন যত যাচ্ছে, পরিবারের উৎকণ্ঠা ততই বাড়ছে। বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় নিজের নাম–ঠিকানা ঠিকভাবে বলতে না পারার আশঙ্কায় পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
মিডুল ইসলামের গায়ের রং শ্যামলা, চুল কালো ও ছোট, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি। নিখোঁজের দিন তার গায়ে ছিল নীল রঙের সোয়েটার, পড়নে লুঙ্গি এবং পায়ে কালো স্যান্ডেল।
এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতাও কামনা করেছে পরিবার।
নিখোঁজ মিডুলের বড় ভাই মোঃ আব্দুল ওয়াহেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার ভাই বুদ্ধি প্রতিবন্ধী। সে কারো কাছে নিজের ঠিকানা বলতে পারবে না। আমরা দিনরাত শুধু তার অপেক্ষায় আছি। যে যেখানে আছেন, কেউ যদি আমার ভাইকে দেখে থাকেন—একটু মানবিক হোন, আমাদের খবর দিন।”
তিনি আরও অনুরোধ জানান, মিডুলের সন্ধান পাওয়া গেলে নিকটস্থ যে কোনো থানা অথবা সরাসরি নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য।
যোগাযোগ:
বড় ভাই: মোঃ আব্দুল ওয়াহেদ
গ্রাম: হারদী, উপজেলা: আলমডাঙ্গা, জেলা: চুয়াডাঙ্গা
মোবাইল: ০১৭৪৯-০৬১৪৯৬
একটি পরিবারের চোখে এখন শুধু অপেক্ষা, বুকভরা হাহাকার আর একটাই প্রার্থনা—
“মিডুলকে আমাদের কাছে ফিরিয়ে দিন।”










