
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া হাঁটুভাঙ্গা আমতৈল পাড়া ২ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সন্ধ্যায় হাটবোয়ালিয়া হাঁটুভাঙ্গা আমতৈল পাড়া ২ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এই গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় এক হাজারের মতো বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
প্রচার-প্রচারণায় অংশ নিয়ে ২ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন পাড়া-মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। একই সঙ্গে তারা বিএনপি মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফুজ্জামান শরীফের রাজনৈতিক দিকনির্দেশনা ও বার্তা জনসাধারণের মাঝে তুলে ধরেন।
এই প্রচার মিছিলটি হাটুভাঙ্গা ব্রিজ মোড় থেকে শুরু হয়ে হাটবোয়ালিয়া বাজার প্রদক্ষিণ করে আমতৈল পাড়ায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিষয়েও জনগণকে অবহিত করেন।
নেতাকর্মীরা জানান, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যেই তাদের এই নিরলস প্রচেষ্টা। নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এ ধরনের গণসংযোগ ও প্রচারণা অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, এই প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যেও ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।