চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের মোরভাঙ্গা বাজারে রবিবার ১১ই জানুয়ারি বিকেল আনুমানিক সাড়ে ৪টার সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও নেতাকর্মীদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২নং হারদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড (মোরভাঙ্গা, দাসপাড়া ও বৈদ্যনাথপুর) বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও প্রাণবন্ত করতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান বক্তারা।
হারদী ইউনিয়নের সাবেক সিনিয়র সভাপতি আব্দুল হান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন সমন্বয়ক বোরহান উদ্দিন (উপজেলা সাবেক সভাপতি, কৃষকদল), উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, ভাংবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছানোয়ার হোসেন লাড্ডু, বিএনপি নেতা আব্দুল মজিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন হারদী বিএনপির সমন্বয়ক মহিনুল ইসলাম (সাবেক সভাপতি), ভারপ্রাপ্ত সভাপতি মনিরউদ্দিন মনির, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তারদীল খান ও ডিকো খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার (হারদী), জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা রবিউল হক (ওসমানপুর), নাসির (হারদী), জমিরউদ্দীন, শহিদুল মেম্বার, আমসার মালিথা, মোখলেস, আখতার, নাসির, সাত্তার (সাংগঠনিক সম্পাদক, হারদী ইউনিয়ন বিএনপি), জেড এম তৌফিক খান, বাবুল আক্তার, ময়েন, ছাত্রদল সভাপতি শিপন, লতিফ মিয়াসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।










