আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ শালিখা উপজেলার ঝুকিপূর্ণ ভোটকেন্দ্র সমূহ পরিদর্শন করেছেন।বৃহস্পতিবার ০৭ জানুয়ারী তিনি মাগুরা জেলার শালিখা উপজেলার মোট ১০টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন পরিদর্শনকালে জেলা প্রশাসক ভোটকেন্দ্রসমূহের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটারদের সুবিধা, কেন্দ্রের অবকাঠামোগত অবস্থা ও আনুষঙ্গিক বিষয়াদি পর্যবেক্ষণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), উপজেলা নির্বাহী অফিসার, শালিখা, মাগুরা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরিদর্শন শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে ভোটকেন্দ্রসমূহে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিতকরণের নির্দেশনা প্রদান করেন।










