
চুয়াডাঙ্গায় প্রাথমিক শিক্ষক নিয়োগে জালিয়াতি ও প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডিবেট ক্লাব। এ উপলক্ষে আজ রোববার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় ডিবেট কøাবের প্রধান পৃষ্ঠপোষক আসলাম হোসেন পাঁচ দফা দাবি তুলে ধরে বক্তব্য দেন। দফাগুলো হলো, ১. প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। ২. প্রশ্ন ফাঁসের মূলহোতাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। ৩. শিক্ষক নিয়োগে স্বচ্ছতা প্রমাণ করতে হবে। ৪. নিয়োগে স্থায়ী সমাধান করতে হবে। ৫. যোগ্যতা মূল্যায়ন করতে হবে। এ দাবিগুলো মানা না হলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে মানববন্ধনে জানানো হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক তামান্না খাতুন ও সদস্য সচিব রনি বিশ^াসসহ ডিবেট ক্øাবের সদস্যরা উপিস্থত ছিলেন।