বাংলাদেশ মানবাধিকার কমিশনের (BHRC) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ড. সাইফুল ইসলাম দিলদারের ৬৮তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় কালিহাতী উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক শাহ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনন্দ মোহন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে মানবাধিকারকর্মী, সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া র্যালিটি কালিহাতীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভাপতির বক্তব্যে শাহ আলম বলেন, মানবাধিকার কোনো বিলাসিতা নয়, এটি মানুষের জন্মগত অধিকার। বাংলাদেশ মানবাধিকার কমিশন দীর্ঘদিন ধরে নিপীড়িত ও বঞ্চিত মানুষের পক্ষে কাজ করে যাচ্ছে। এই আন্দোলন আরও বিস্তৃত হবে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাধারণ সম্পাদক আনন্দ মোহন দত্ত বলেন,ড. সাইফুল ইসলাম দিলদারের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ মানবাধিকার কমিশন দেশব্যাপী মানবাধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। আইনগত সহায়তা ও সামাজিক সচেতনতার মাধ্যমে মানুষের অধিকার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নির্বাহী সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা, যুগ্ম সম্পাদক হাসান মুহাম্মদ শহিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক সৈয়দ মহসিন হাবীব সবুজ, আইন বিষয়ক সম্পাদক মো. আশিক, অর্থ সম্পাদক সিনিয়র সাংবাদিক বিপ্লব সরকার, দপ্তর সম্পাদক সাংবাদিক শুভ্র মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদক রাশেদা মিজান, সদস্য আমিনুল ইসলাম আমান এবং কার্যনির্বাহী সদস্য সাংবাদিক আমিনুল ইসলাম লিটনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সংগঠনটির কার্যক্রম প্রশংসার দাবি রাখে।অনুষ্ঠান শেষে ড. সাইফুল ইসলাম দিলদারের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং মানবাধিকার আন্দোলনের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও শুভেচ্ছা জানানো হয়।










