
সাতক্ষীরা সদর থানা পুলিশ বিশেষ অভিযানে মামলার পলাতক ও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারাসহ মোট তিনজন আসামীকে গ্রেফতার করেছে।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপারের দিক-নির্দেশনায় এবং সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখে থানা পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এএসআই মোঃ মফিজুর রহমান, এএসআই মোঃ জাহিদুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স।
গ্রেফতারকৃত আসামীরা হলেন— ঘুড্ডরে ডাঙ্গী গ্রামের মোঃ আজ্জিউল, পিতা মোঃ ওয়াজেদ আলী, থানা সাতক্ষীরা সদর, জেলা সাতক্ষীরা।
নাটানা গ্রামের হীরক মন্ডল (১৯), পিতা অরুণ মন্ডল, থানা আশাশুনি, জেলা সাতক্ষীরা। সে পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়া এলাকায় মোঃ রেজাউল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
কুখরালী গ্রামের মোঃ ইসমাইল হোসেন বাবু, পিতা আব্দুল মজিদ, থানা সাতক্ষীরা সদর, জেলা সাতক্ষীরা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা থাকায় তাদেরকে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।