
গাজীপুরের শ্রীপুরে গৃহবধূকে অর্ধনগ্ন করে নির্মম নির্যাতন, হত্যাচেষ্টা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। গত ৩০ ডিসেম্বর গাজীপুর আদালতে জামিনের আবেদন করলে বিচারক মানিক হোসেন (৩৫) ও মাছুম (৩০)-এর জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, মামলার অন্যান্য আসামিদের মধ্যে কয়েকজন জামিনে মুক্তি পেলেও ঘটনার মূল অভিযুক্তরা এখনো পলাতক রয়েছেন। পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, গত ৫ জুন দুপুরে শ্রীপুর উপজেলার দরগারচালা এলাকায় শিলা আক্তার নামের এক গৃহবধূকে একা পেয়ে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রসহ একদল ব্যক্তি তার বাড়িতে হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ঘরের উঠানে ফেলে বেধড়ক মারধর করে। এসময় ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ, শ্বাসরোধের চেষ্টা ও ছুরিকাঘাতের চেষ্টা করা হয়। পাশাপাশি শিলার গলা থেকে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয় এবং ঘরের ওয়ারড্রোব ভেঙে গরু বিক্রির নগদ ২ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিলা আক্তারকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. আলমগীর হোসেন গত ১২ জুন শ্রীপুর মডেল থানায় মামলা (নং-২২) দায়ের করেন। মামলায় দরগারচালা ও কোশাদিয়া গ্রামের আটজন এবং আরও ৮–১০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এদিকে, ভুক্তভোগীর পরিবার দ্রুত পলাতক আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।