যশোরের মণিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার এশার নামাজের পর খানপুর ইউনিয়নের সাতনল বাজারে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত থেকে নতুন কমিটি অনুমোদন দেন। নবগঠিত কমিটিতে সভাপতি আবু রায়হান, সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোতাহার ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,সাংগঠনিক সম্পাদক এম এম রায়হান আহমাদ, দপ্তর সম্পাদক সাকিব হোসেন,প্রচার সম্পাদক হাসিবুর রহমান, প্রকাশনা সম্পাদক আব্দুল মালেক,অর্থ সম্পাদক কবির হোসেন,যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মনিরুজ্জামান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রোকনুজ্জামান, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক বিল্লাল হোসেন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক সজিব হোসেন কে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীলদের মনোনীত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুব সমাজকে ইসলামী আদর্শে গড়ে তোলা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামী যুব আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। খানপুর ইউনিয়নে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে নবগঠিত কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। শেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।










