গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের পূবাইল বাস স্টেশন এলাকায় বিএনপি’র অফিসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬ ইং) সন্ধ্যায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পূবাইল স্টেশন এলাকা পরিণত হয় এক আবেগঘন পরিবেশের। গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মো. জহির উদ্দিন মোল্লার সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি শেখ তানভীর আহমেদ, সালাহউদ্দিন সরকার, পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারেজ আলী, পূবাইল থানা শ্রমিক দলের সহ-সভাপতি কাজী মনজুরুল ইসলাম, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কাজী হুমায়ুন, সাধারণ সম্পাদক আল-আমিন মোল্লা, ৪১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পনির হোসেন, সেচ্ছাসেবক দল নেতা মো.জাহাঙ্গীর মোল্লাসহ আরো অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।










