সাতক্ষীরা সদর থানা পুলিশ বিশেষ অভিযানে মামলার গ্রেফতারি সাজা ওয়ারেন্টভুক্ত দুইজন আসামিকে গ্রেফতার করেছে।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬ খ্রি.) এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে এএসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান ও এএসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমানসহ সঙ্গীয় অফিসার ফোর্স অংশগ্রহণ করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন গ্রাম- শাল্যে, থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরা; আসামি ফজলে সাব্বি সোহান (পিতা: এসএম রেজাউল ইসলাম)। গ্রাম- গোবন্দিকাটি, থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরা; আসামি মোঃ আশরাফুল ধাবক (পিতা: মৃত ওসমান গনি)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে পূর্বের মামলায় গ্রেফতারি সাজা ওয়ারেন্ট জারি ছিল। অভিযানের মাধ্যমে তাদের আটক করে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










