টাঙ্গাইল মির্জাপুর উপজেলায় কৃত্রিম সংকটের অজুহাত দেখিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত এলপিজি গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৮ জানুয়ারি রোজ বৃহস্পতিবার সকালে মির্জাপুর পৌর বাজারে পরিচালিত অভিযানে ‘মের্সাস আল-আমিন এক্সপ্রেস মালিক মাসুদুর রহমান বাদল কে ১০ হাজার এবং আল-আমিন সেনেটারী এরশাদুজ্জামান (মিনজু)কে ১০হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুটি মামলায় মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জানা যায়, গ্যাস সংকটের কথা বলে এসব প্রতিষ্ঠান সরকার নির্ধারিত দামের বাইরে গিয়ে এলপিজি সিলিন্ডার বিক্রি করছিল। অনেক ক্ষেত্রে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি এবং পাকা রশিদ না দিয়েই ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছিল। এতে ভোক্তারা বাধ্য হয়ে বাড়তি মূল্য পরিশোধ করেন। অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক আজিজ বলেন, অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রি, মূল্য তালিকা না রাখা এবং ক্রেতাদের রশিদ না দেওয়ার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। সরকার নির্ধারিত মূল্যের বাইরে গিয়ে গ্যাস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। সংকট দেখিয়ে ভোক্তাদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার কোনো সুযোগ নেই।
তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।










