ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার আওতাধীন চড়ুইবিলা এলাকায় গভীর রাতে সংঘটিত হয়েছে একটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। গতকাল রাত আনুমানিক দুইটার দিকে দশটি গরুসহ একটি মিনি ট্রাক ডাকাতির কবলে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গরুবোঝাই মিনি ট্রাকটি চড়ুইবিলা এলাকা অতিক্রম করার সময় সংঘবদ্ধ ডাকাতদল পথরোধ করে। এ সময় দেশীয় অস্ত্রের মুখে ট্রাকের চালক ও সহকারীকে ভয়ভীতি দেখিয়ে নিয়ন্ত্রণে নিয়ে যায় ডাকাতরা। পরে ট্রাকসহ তাতে থাকা দশটি গরু নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ জানায়, ডাকাতদের শনাক্ত ও ট্রাকসহ গরু উদ্ধারে আশপাশের এলাকায় অভিযান জোরদার করা হয়েছে। এদিকে, স্থানীয় বাসিন্দারা রাতের বেলায় সড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, সম্প্রতি এই এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। পুলিশ আশ্বাস দিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং এলাকায় নজরদারি বাড়ানো হবে।










