
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবী সমাজসেবা সংগঠন ‘দেশ-প্রবাস’-এর উদ্যোগে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে জামালগঞ্জ উপজেলার রিভারভিউ পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের ক্রীড়া সম্পাদক জনাব হাসিবুল হাসান বাতেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মোঃ নুরুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব এম এ রব। সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“শিক্ষাই জাতির মেরুদণ্ড। দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের সকলের নৈতিক দায়িত্ব। ‘দেশ-প্রবাস’ সংগঠনের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লম্বাবাঁক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শওকত সাহেব। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব রতন পাল, সহ-সাধারণ সম্পাদক জনাব আতিকুর রহমান আদিল, সিনিয়র সদস্য আলমগীর হোসেন, মনিরুজ্জামান, স্বপন বাবু, টিম লিডার জোনাকি ভূঁইয়া, পরশমণি চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। পরে সভাপতি জনাব মোঃ নুরুল হক ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।