প্রয়াত বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাখালগাছি ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি’র উদ্দ্যোগে মাগরিব বাদ মানিকতলা এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্দ্যোগে এশা বাদ সিএন্ডবি বাজারে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অহিদুল ইসলাম পল্টু। রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির আল মামুন টিপুর সভাপতিত্বে ও ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আঃ সালাম বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শেখ মিজানুর মাহমুদ রাজন, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খান গোলজার আলী, বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, শেখ সেলিম উদ্দিন, সাইফুজ্জামান বাবু, শেখ মাহফুজুর রহমান সেন্টু, ওয়ার্ড বিএনপি’র সভাপতি সম্পাদক’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া একজন মহিয়সী নারী এবং প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। তিনি তিনবার রাষ্ট্রনায়ক হয়ে রেকর্ড সৃষ্টি করেছেন। তিনি আসলেই একজন দেশপ্রেমিক রাজনীতিবীদ ছিলেন। আমি আজ তার জন্য প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ যেন উনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন।










