আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি কলা বাগানের প্রায় ৬০টি কলা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী মোঃ ইছা হাক আলী ড্রাইভার (৬২), পিতা- মৃত খেদ আলী, গ্রাম- আসাননগর, জানান—তিনি একই গ্রামের মৃত সয়ৈদ আলীর ছেলে মোঃ ছুরামদ্দিনের কাছ থেকে আলমডাঙ্গা থানাধীন ১২২ নং আসাননগর মৌজার সাবেক ৪২৬ ও বর্তমানে ২৫-১২৮৭ নং খতিয়ানভুক্ত ১২৬০ নং দাগে ১ একর ১৩ শতক জমির মধ্যে ১৪.১২ শতক ধানী জমি বৈধভাবে ক্রয় করেন। জমিটি দীর্ঘদিন ধরে তার দখলে রয়েছে এবং সেখানে কলা বাগান রয়েছে। তিনি অভিযোগে উল্লেখ করেন, একই গ্রামের মোঃ আনার হোসেন (৫৫), তার ছেলে মোঃ শহিদ (৪০), স্ত্রী মোছাঃ রহিমা খাতুন (৪৫) এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জন ওই জমি নিজেদের দাবি করে দীর্ঘদিন ধরে বিরোধ সৃষ্টি করে আসছিল। অভিযোগ অনুযায়ী, গত ৩০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ বিকাল আনুমানিক ৩টার দিকে অভিযুক্তরা রামদা ও হাসুয়া হাতে নিয়ে তার জমিতে অনধিকার প্রবেশ করে কলা বাগানের প্রায় ৬০টি কলা গাছ কেটে ফেলে ব্যাপক ক্ষতি সাধন করে। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী মোঃ মিন্টু ও আব্দুল অভিযুক্তদের বাধা দিতে গেলে তাদের হুমকি দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বিষয়টি ভুক্তভোগীকে জানানো হয়। ভুক্তভোগী জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় পারিবারিকভাবে আলোচনা শেষে থানায় এসে অভিযোগ দায়ের করতে কিছুটা সময় লেগেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।










