আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডলসহ দুই যুবক গ্রেপ্তার
Spread the love

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আলমডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) বাবলু খাঁনের নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্স ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে আলমডাঙ্গা থানাধীন স্টেশনপাড়া এলাকায় মনোয়ার মেডিকেল সার্ভিসেসের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো— গোবিন্দপুর মন্ডলপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে মোঃ রাসেল (২৫) এবং ক্যানেলপাড়া গ্রামের মোঃ ফিরোজ খানের ছেলে মোঃ কবির খান (২৫)। উভয়েই আলমডাঙ্গা থানা এলাকার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস Tapentadol Tablet উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ধারার সারণি ২৯(ক) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বানী ইসরাইল বলেন, “মাদকের বিরুদ্ধে আলমডাঙ্গা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান চলমান থাকবে।

Facebook Notice for EU! You need to login to view and post FB Comments!

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31