
আলমডাঙ্গা থানা পুলিশ চুয়াডাঙ্গার নতিডাঙ্গা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে ২০ (বিশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক জনকে গ্রেফতার করেছে। আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) পবিত্র মন্ডলের নেতৃত্বে আলমডাঙ্গা পুলিশ ফোর্স ক্যাম্প এলাকায় বিশেষ ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে নতিডাঙ্গা গ্রামের মৃত ট্যাংগর আলীর টিনের ঘরের পেছনে পাঁকা রাস্তার ওপর থেকে মোঃ তীব্র আলী (২৪), পিতা- মোঃ ইংলাশ আলী, গ্রাম- নতিডাঙ্গা, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা কে গ্রেফতার করা হয়।
অভিযানকারীরা গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ২০ (বিশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে এবং জব্দকৃত আলামত তালিকাভুক্ত করে।
আলমডাঙ্গা থানার ওসি, মোঃ বানী ইসরাইল বলেন, “আমরা মাদকদ্রব্য বিরোধী অভিযান অব্যাহত রেখেছি। অভিযানের মাধ্যমে নিয়মিত মাদক চক্রকে প্রতিরোধ করার চেষ্টা চালানো হচ্ছে। ধরার ফলে স্থানীয়দের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি পাবে।