চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় একটি নিরীহ প্রাণীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন এক যুবক। বৃহস্পতিবার (আজ) বেলা ১১টার দিকে আলমডাঙ্গা–হাটবোয়ালিয়া সড়কের চরযাদবপুর এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম নাজমুল হুদা (৩২)। তিনি কেশবপুর গ্রামের মৃত আইনাল হকের ছেলে এবং হারদী ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল হুদা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রওনা হন। পথিমধ্যে চরযাদবপুর এলাকায় হঠাৎ একটি বিড়াল সড়ক পার হওয়ার সময় সেটিকে বাঁচাতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার সময় তিনি হেলমেট পরিহিত থাকলেও মাথার ডান পাশে গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হারদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাজমুল হুদার অকাল মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। তিনি দীর্ঘ ৮ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে পরিবার নিয়ে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখছিলেন। তার সংসারে রয়েছে মাত্র তিন মাস বয়সী এক কন্যা সন্তান—যে বাবার আদর ভালোভাবে পাওয়ার আগেই এতিম হয়ে গেল।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বানী ইসরাইল বলেন— “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই প্রতীয়মান হয়েছে। নিহত ব্যক্তি একটি প্রাণীকে বাঁচাতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।” নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দেয়—সড়কে চলাচলের সময় সামান্য একটি মুহূর্তই বদলে দিতে পারে একটি পুরো পরিবারের ভাগ্য। একটি প্রাণ বাঁচাতে গিয়ে নিভে গেল আরেকটি প্রাণ—অশ্রুসিক্ত এই ঘটনায় স্তব্ধ আলমডাঙ্গা।










