চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক বিরোধী বিশেষ অভিযানে নিষিদ্ধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আলমডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়, জামজামি পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত এসআই সঞ্জিত সাহার নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ জানুয়ারি) রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আলমডাঙ্গা থানাধীন বাজার পাঁচলিয়া গ্রামের মোঃ নায়েব আলীর বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে ৩০ (ত্রিশ) পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— বাজার পাঁচলিয়া গ্রাম, পিতা মোঃ জহুরুল হক, আসামি মোঃ আশাদুল হক (৪০), পুরাতন বাজার পাঁচলিয়া গ্রাম, পিতা মোঃ আমির আলী, আসামি মোঃ মিল্টন আলী (৩২), পুরাতন বাজার পাঁচলিয়া গ্রাম, পিতা নাম অজ্ঞাত, আসামি মোঃ তুহিন মন্ডল (২৫)। আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত টাপেন্টাডল ট্যাবলেট জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আলমডাঙ্গা থানায় প্রেরণ করা হয়। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বানী ইসরাইল জানান, আলমডাঙ্গায় মাদক নির্মূলে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। গোপন তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে।” পুলিশ জানায়, মাদক বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।










