
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক আবেগঘন মতবিনিময় সভা ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় ঐক্য, ত্যাগ ও আন্দোলনের স্মৃতিচারণায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দোয়া মাহফিলে দেশনেত্রীর সুস্থতা ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু। তিনি তার বক্তব্যে বলেন, আজকের এই কঠিন সময়ে সকল ভেদাভেদ ভুলে দলকে শক্তিশালী করতে হবে। একমাত্র ঐক্যই পারে ধানের শীষকে বিজয়ের বন্দরে পৌঁছে দিতে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহিনুল ইসলাম, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপি নেতা তারদীল খান ডিকো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেড এম তৌফিক খান, আব্দুল লতিফ মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হামিদুল ইসলাম হোসি ও সাধারণ সম্পাদক লিটন চৌধুরী। বক্তারা বলেন, ব্যক্তিগত মতপার্থক্য ভুলে গিয়ে দলীয় স্বার্থে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী লড়াইয়ে বিএনপিকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে ঐক্য গড়ে তোলার বিকল্প নেই। উক্ত মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারদী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিএনপি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।” অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও দলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।