মণিরামপুর উপজেলা যুবদলের মোঃ মোতাহিরুল ইসলাম রিয়াদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আহব্বায়ক পদে পুনরায় পূর্নবহাল করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। আবেদনের পরিপেক্ষিতে দীর্ঘ যাচাই-বাছাইের পর সোমবার (৫ই জানুঃ) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক দলটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মোতাহিরুল ইসলাম রিয়াদ’কে পুনরায় আহব্বায়ক পদে পুনঃ বহালের বিষয়টি নিশ্চিত করা হয়। উল্লেখ্য,গত বছরের ৬ই মার্চ যশোরের মণিরামপুর উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ মোতাহিরুল ইসলাম রিয়াদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা অমান্য ও মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির মোঃ শাহীন আলম’কে হেনস্তার অভিযোগ উঠলে পরদিন ৭ই মার্চ যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অভিযোগের সত্যতার ভিত্তিতে মোতাহিরুল ইসলাম রিয়াদকে বহিষ্কারাদেশ প্রদান করে যুবদলের কেন্দ্রীয় কমিটি। দীর্ঘদিন ছাত্রদলের নেতৃত্বে থাকার পর যুবদলের দায়িত্বে আসেন রিয়াদ। তবে রিয়াদের বহিষ্কারাদেশ ঘোষণার পরপরই সোস্যাল মিডিয়ায় তীব্র নিন্দার ঝড় ওঠে। যেখানে,রাজনৈতিক বিভিন্ন দলের রিয়াদের ভক্তদের নানান ভাষায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
সোমবার পুনরায় আহব্বায়ক পদে বহালের খবর শুনে ছাত্রদল,যুবদল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।










