
মেহেরপুর শহরের কলেজ মোড়ে রয়েল ইনফিল্ড মোটরসাইকেলের শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার ৫ জানুয়ারী-২০২৬ বিকেলের দিকে ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে শোরুম প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রয়েল ইনফিল্ড মোটরসাইকেল শোরুমের স্বত্বাধিকারী শাহজাহান বিশ্বাস এবং মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর ডিলাক্স পরিবহনের স্বত্বাধিকারী জনাব সাইফুল ইসলাম,আমঝুপী হক ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী জনাব শফিকুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।