মণিরামপুরে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা; এলাকায় চরম আতঙ্ক!
Spread the love

যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ১৭ নং মনোহরপুর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রানা প্রতাপ পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে এবং স্থানীয় কপালিয়া বাজারের একজন বরফকল ব্যবসায়ী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি অভয়নগরের আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর ওলিয়ার মোল্লা হত্যা মামলার আসামী ছিলেন এবং এলাকায় তিনি চরমপন্থী দলের সদস্য হিসেবে পরিচিত ছিলেন। আবার অন্য সূত্রে যশোর কেশবপুর কাটাখালি মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি ও দৈনিক বিডি খবর পত্রিকা ভারপ্রাপ্ত সম্পাদক রানা প্রতাপ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে রানা প্রতাপ বাজারে নিজের বরফকলেই অবস্থান করছিলেন। সন্ধ্যা আনুমানিক পৌনে ৬টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে কারখানা থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনের একটি গলিতে নিয়ে যায়। সেখানে তাকে লক্ষ্য করে অতর্কিত বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। গুলির আঘাতে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন এবং অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই তার মৃত্যু হয়। জনাকীর্ণ বাজারে সন্ধ্যার মুখে এমন ভয়াবহ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে ঠিক কী কারণে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং ঘাতকদের শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যে জোর তৎপরতা শুরু করেছে বলে তিনি জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31