মাগুরা যশোর মহাসড়কের সীমাখালীতে হানিফ পরিবহনের বাস উল্টে গেছে। সোমবার ৫ জানুয়ারী ভোর ৫টা ৩০ মিনিটে সীমাখালী ব্রীজের রেলিং এর সাথে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। তবে বাডে থাকা যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৪-৯৭৭৩ বাসটিতে ওই সময় প্রায় ২০ জনেরও বেশি যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। প্রাথমিকভাবে জানা গেছে, এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। দুর্ঘটনার সময় বাসে থাকা সকল যাত্রীই এখন নিরাপদে আছেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি,তবে প্রত্যক্ষদর্শীরা মনে করছেন ভোর বেলার ভারী কুয়াশা ও ড্রাইভারের চোখে ঘুম দূর্ঘটনার কারন হতে পারে।
ভিউ: ৮৮










