সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামি কাশেমপুর গ্রামের মোঃ আতিয়ার রহমানের ছেলে মোঃ বাহারুল হায়দার (১৯)। তার বাড়ি সাতক্ষীরা সদর থানাধীন কাশেমপুর গ্রামে। সোমবার (০৪ জানুয়ারি ২০২৬ খ্রি.) এএসআই (নিঃ) মোঃ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সাতক্ষীরা সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ বাহারুল হায়দারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আসামিকে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
ভিউ: ৬১










