কুড়িগ্রাম জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও সদস্যদের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কীট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি ২০২৬) সকাল ৮টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে এ কীট প্যারেড অনুষ্ঠিত হয়। এতে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এস. এম. মুক্তারুজ্জামান। কীট প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্স সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ সদস্যদের পোশাক, অস্ত্রশস্ত্র, সরঞ্জামাদি ও শৃঙ্খলা পর্যালোচনা করা হয়। পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এস. এম. মুক্তারুজ্জামান পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক বরাদ্দকৃত সরকারি মালামাল সুষ্ঠুভাবে বণ্টন ও যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সরকারি সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণ, দায়িত্বশীল ব্যবহার এবং পেশাগত মানোন্নয়নের বিষয়ে উপস্থিত সকল অফিসার ও ফোর্সকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করলে পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার মাধ্যমে সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে। কীট প্যারেডের মাধ্যমে জেলা পুলিশের সামগ্রিক প্রস্তুতি, শৃঙ্খলা ও কর্মদক্ষতা যাচাই করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।










