গাজীপুরের শ্রীপুরে এজেন্ট বিহীন ইটের সোলিং রাস্তা করার কথা বলার সাথে সাথে সাংবাদিকের ওপর উত্তেজিত হয়ে পড়েন ইউপি মহিলা সদস্য কামরুন নাহার সাঈদ শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ল্ড নিজমাওনা গ্রামের মেকার পাড়া পাড়া এজেন বিহীন ইটের সলিং রাস্তার অভিযোগ উঠে। আরও অভিযোগ উঠে নিম্নমানের ইটের। এই রাস্তাটির তত্ত্বাবধানে ছিলেন ৭,৮ ও ৯ নং ওয়ার্ল্ড মহিলা ইউপি সদস্য কামরুন নাহার সাঈদ। তার নিকট এই রাস্তা সম্পর্কে জানতে চাইলেই সকল সাংবাদিকগণকে অকথ্য ভাষায় গালিগালাজ করে কোন কথা না বলে সরাসরি বাড়ি চলে যায়। এর আগে তিনি বলেন, ইটের সলিং রাস্তার ২ পাশে ইটের এজেন্ট দিতে হবে এমন কোন কথা নেই। তারপরেই উত্তেজিত হয়ে পড়ে। তার সাথে ছিল তার স্বামী মোঃ আবু সাঈদ।
ভিউ: ৮৩










