আলমডাঙ্গায় ৭৬ বন্ধু সংগঠনের উদ্যোগে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আলমডাঙ্গা বিটিম মাঠের পাশে স্কুল ও ১৯৭৬ ব্যাচের এস এস সি পরিক্ষার্থীদের অংশ গ্রহনে মিলন মেলা, আলোচনা সভা ও মধ্যান্ন ভোজের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বন্ধু সমিতির অন্যতম সদস্য শেখ আব্দুল জব্বার। বক্তব্য রাখেন সুইজারল্যান্ড প্রবাসী বন্ধু মিজানুর রহমান মিজু,কানাডা প্রবাসী ওয়াদুদ,প্রকৌশলী আব্দুল খালেক, ডা; আলহাজ্ব হারুনার রশিদ, ডাঃ আলহাজ্ব হাসানুজ্জামান হাসান, ঠিকাদার আহসান হাবিব, ঠিকাদার আবুল কালাম আজাদ, সাবেক শিক্ষক লুলু মাষ্টার,ঠিকাদার মীর ইসমাইল হোসেন,বিশিষ্ট ফুটবল খেলোয়াড় আমিরুল ইসলাম বাবলু,রুবেল মিয়া, বাবুলু রহমান, প্রমুখ। প্রকৌশলী আবদুল খালেক বলেন আমরা বন্ধুরা প্রায় ৪০ বছর পর একত্রিত হয়েছি।আমরা কর্মক্ষেত্রে যার যার মত কর্মজীবনে ভূমিকা রেখে চলেছি। শত ব্যাস্ততার মাঝেও সকলের কথা মনে পড়ে।আজ দীর্ঘ দিন পর একত্রিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রবাসী বন্ধু মিজানুর রহমান মিজু বলেন আমি দীর্ঘ বছর বিদেশ জাপন করছি,বিদেশে থাকলেও সকল বন্ধুদের কথা মনে পড়ে,এত বছর পর আজকে আমরা একত্রিত হতে পেরে খুব ভাল লাগলো।প্রবাসী প্রকৌশলী ওয়াদুদ জানান,সত্যি আজকের এই অনুষ্ঠান আয়োজন করে আমাদের ধন্য করেছে,বিশেষ করে হারুনর রশীদ, শেখ জব্বার,সহ সকল আয়োজকদের। সভাপতি শেখ আবদুল জব্বার বলেন দীর্ঘ ৪০ বছর পর আমরা এবার উদ্যোগ নিয়ে এই আয়োজন করা হয়েছে, বিশেষ করে মিজু,ওয়াদুদ, খালেক যারা বিদেশে অবস্থান করছে তাদের উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে,তাওতো আমরা স্কুল জীবনের বন্ধু ও ৭৬ ব্যাচের সকল বন্ধু একত্রিত হতে পেরেছি।আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত হয়ে ধন্য করেছেন তাদের সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।উল্লেখ্য বন্ধুদের স্ত্রী ও আমাদের স্কুল জীবনের বান্ধবীরাও উপস্থিত হয়েছিল।










