গাড়িতেই লেখা হলো ‘২০২৬’! বাংলাদেশে প্রথমবার শতাধিক হোন্ডা গ্রেস নিয়ে HGCB-এর রেকর্ড গড়া আয়োজন।
Spread the love

ঢাকায় ব্যতিক্রমধর্মী আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছে হোন্ডা গ্রেস কমিউনিটি অব বাংলাদেশ (HGCB)। অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির বার্ষিক মিলনমেলা ও ‘স্পেক্টেকুলার নিউ ইয়ার সেলিব্রেশন ২০২৬’। গত ২ জানুয়ারি ঢাকার ৩০০-ফিট সড়ক সংলগ্ন বীর প্রতীক চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন কয়েকশ হোন্ডা গ্রেস গাড়ির মালিক ও অটোমোবাইলপ্রেমী।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল একই ব্র্যান্ডের শতাধিক হোন্ডা গ্রেস গাড়ির সমন্বয়ে মাঠজুড়ে তৈরি করা দেশের প্রথম বিশাল ‘FORMATION 2026’। সুশৃঙ্খলভাবে সাজানো গাড়ির এই ব্যতিক্রমী ফরমেশন ড্রোন ফটোগ্রাফি ও সিনেমাটিক ভিডিওর মাধ্যমে ধারণ করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

দিনব্যাপী আয়োজনে ছিল নানা কার্যক্রম। সকাল সাড়ে ১১টায় মেম্বারদের আগমনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে গাড়ির জন্য ফ্রি ডায়াগনোসিস ও টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। জুমার নামাজের পর ছিল সম্মিলিত মধ্যাহ্নভোজ। বিকেলে টেকনিক্যাল আড্ডায় মেম্বাররা গাড়ির রক্ষণাবেক্ষণ, ব্যবহারিক অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। অ্যাডমিন প্যানেলের সমাপনী বক্তব্য এবং গ্রুপ ফটোর মাধ্যমে উৎসবমুখর আয়োজনের সমাপ্তি ঘটে।

HGCB অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে জানানো হয়, “আমরা শুধু একটি গাড়ির গ্রুপ নই, আমরা একটি পরিবার। ‘এক রাস্তা, এক উৎসব, এক পরিবার’—এই স্লোগানকে সামনে রেখেই আমাদের পথচলা। নতুন বছর ২০২৬-কে বরণ করে নেওয়ার এই আয়োজন মেম্বারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে বলে আমাদের বিশ্বাস।”

উল্লেখ্য, হোন্ডা গ্রেস কমিউনিটি অব বাংলাদেশ (HGCB) দেশের অন্যতম সক্রিয় অটোমোবাইল ওনার্স কমিউনিটি। সংগঠনটি নিয়মিতভাবে হোন্ডা গাড়ি নিয়ে গবেষণা, সচেতনতা বৃদ্ধি, টেকনিক্যাল সহায়তা এবং সামাজিক ও মিলনমূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আসছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31