চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান শরীফ। শনিবার বিকাল ৪টায় আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শরিফুজ্জামান শরীফ বলেন, “চুয়াডাঙ্গা-১ আসনে কোনো গ্রুপিং নেই। আমরা সবাই এক ও অভিন্ন। মিলেমিশে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।” তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে এই আসনে বিএনপিকে বিজয়ী করতে হবে।সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইয়িন টিলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিমসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।বক্তব্যে শরিফুজ্জামান শরীফ বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপি জনগণের পাশে রয়েছে। এই আন্দোলন সফল করতে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যক্তিগত মতভেদ ভুলে ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।সভায় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দলীয় ঐক্য ও সংগঠিত আন্দোলনের মাধ্যমেই চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব।










